
মোঃ তারেক রহমান : উৎপাদন ভালো হওয়ায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিভিন্ন বাজার শীতকালীন সবজিতে এখন সয়লাব। ফলে দামে স্বস্তি ফেরায় স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করছেন ক্রেতারা। আজ দুপুরে উপজেলার শাহজাদপুর পৌর শহরের কাঁচা বাজার সহ আশেপাশের কয়েকটি খুচরা বাজারে ক্রেতা-বিক্রেতার সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। কাঁচা বাজারে সবজি কিনতে আসা ক্রেতারা বলেন, ‘বাজারে প্রচুর শীতকালীন সবজি এসেছে। এখন দাম অনেকটাই কম। মৌসুম অনুযায়ী দামটা নিয়ন্ত্রণে আছে। দাম নিয়ন্ত্রণে থাকলে সবার মনে স্বস্তি মেলে। সবাই মন খুলে সবজি ক্রয় করতে পারে। সবজির দাম কম হয় আমরা সবাই খুশি। সবজির দাম কমে যাওয়া সম্পর্কে বিক্রেতেরা বলেন, এবছর শীতকালীন সবজির ফলন ভালো হয়েছে। সবখানেই এখন সবজি পাওয়া যায়। এজন্য দাম কম। দাম কম থাকলে আমরা সবজি বিক্রি করে স্বাচ্ছন্নবোধ করি। এ সময় বিক্রেতারা বর্তমান সবজির দাম গুলোও আমাদেরকে বলেন,,










