
রবিবার ১২/০১/২০২৫ ইং তারিখে বরিশালের হিজলা উপজেলার ঐতিহ্যবাহী দ্বিনী শিক্ষা প্রতিষ্ঠান কাসেমুল উলূম ইসলামিয়া মাদ্রাসা, শামসুন্নাহার মহিলা মাদ্রাসা ও লুৎফুন্নেসা হাফিজিয়া মাদ্রাসা এর হিফজ ছাত্রদের দস্তরবন্দী ও মেশকাত (ডিগ্রি) জামাতের ছাত্রদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে ইসলাহী জলসা ও দোয়া মাহফিল উক্ত মাহফিলে দেশ বরেন্য উলামায়ে কেরাম গুরুত্বপূর্ন নসিহত পেশ করেন এবং ছাত্রদের পাগড়ী পরিয়ে দেন । এ বছর ৩০ জন হাফেজ ছাত্র ও ৫ জন হাফেজা সর্বমোট ৩৫ জন কোরআনে হিফজ শেষ করে ৷ এবং মেশকাত জামাত থেকে ১৭ জন ছাত্র পাগড়ী নেন ৷ এ সময় উপস্থিত ছিলেন শামসুন্নাহার মহিলা মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মাসুমুর রহমান সিকদার, হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ, অত্র মাদ্রাসার মুরুব্বি আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল মান্নান ঢালী, অত্র মাদ্রাসার সেক্রেটালী আমিনুল হক মুরাদের পিতা আলহাজ্ব আনোয়ার হোসেন আনু খান, আলহাজ্ব প্রকৌশলী ফয়সাল মাহমুদ তালুকদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ৷
অনুষ্ঠান পরিচালনা করেন অত্র মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা সালাহউদ্দিন খান ৷










