
তৌহিদ :টঙ্গী বিশ্ব ইজতেমার ময়দানে সন্ত্রাসী সা’দ পন্থীদের বর্বরোচিত হামলার বিচার ও সা’দ পন্থীদের নিষিদ্ধকরণের দাবীতে মাগুরাতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। শুক্রবার ১০ জানুয়ারী বাদ জুম্মা মাগুরা ওলামায়ে মাশায়েক ও তৌহিদী জনতার আয়োজনে শহরের নোমানী ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ওলামা মাশায়েকগণ বলেন যে বিগত স্বৈরাচারী হাসিনা সরকারের মদদে তাবলিকের মত সংগঠনকে ভারতের এজেন্ডা বাস্তবায়নে কাজ করিয়েছে। তারা টঙ্গী এজতেমার মাঠে গোলমাল পাকিয়ে অনেক নিরীহ মানুষকে হত্যা করেছে। আমরা ঐ সকল নিরিহ দ্বীনি ভাইদের হত্যার সুষ্ঠু বিচার চাই।পাশাপাশি বাংলাদেশ থেকে সা’দ পন্থী তাবলীগ জামাতীদের নিষিদ্ধকরণের জোর দাবী জানাচ্ছি। বাংলাদেশের মাটিতে ভারত ও নাস্তিক তসলিমা নাসরীন অনুসারীদের কোন জায়গা হবেনা।
ভিউ: ২১৯










