
জামায়াতের আমীর ডা: শফিকুর রহমান ১৭ জানুয়ারী চুয়াডাঙ্গায় আগমন উপলক্ষে জামায়াতের আলমডাঙ্গা থানা শাখার উদ্যোগে মোটর সাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টায় আলমডাঙ্গা কলেজ থেকে মোটর সাইকেল শো-ডাউন শুরু হয়ে আলমডাঙ্গা শহর প্রদক্ষিণ শেষে কুমারী, হারদী, হাটবোয়ালিয়া, আসমানখালী, ভালাইপুর মোড় হয়ে চুয়াডাঙ্গা শহরের প্রাণ কেন্দ্র টাউন ফুটবল মাঠে এসে জমায়েত হয় । এসময় আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুলের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর রুহুল আমীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, কর্মপরিষদ সদস্য আলতাফ হোসেন, নূর মোহাম্মদ হোসোইন টিপু, দারুস সালাম। এছাড়াও বক্তব্য রাখেন আলমডাঙ্গা পৌর আমীর মাহের আলী, গাংনী –আসমানখালী সাংগঠনিক থানা শাখার আমীর আব্বাস উদ্দিন ও চুয়াডাঙ্গা পৌর শাখার আমীর এ্যাডভেকেট হাসিবুল ইসলাম । সংক্ষিপ্ত আলোচনা শেষে মোটর সাইকেল শোভাযাত্রাটি মুন্সিগঞ্জ মদন বাবুর মোড়, ঘোলদাড়ী বাজার খাসকররা কলেজ মাঠে যেয়ে সবাই জুম্মা নামাজ আদায় করেন। জুম্মা শেষে মোটর সাইকেল শো-ডাউনটি নাগদাহ,বেলগাছি, ডাউকি, জামজামী হয়ে আলমডাঙ্গায় এসে শোডাউন শেষ হয়।
আলমডাঙ্গা (৩ শাখা) উপজেলা আমীর প্রভাষক শফিউল আলম বকুল, পৌর আমীর মাহের আলীও গাংনী- আসমানখালী সাংগঠনিক শাখার আমীর আব্বাস উদ্দিনের নেতৃত্বে ২ হাজার হাজার মোটর সাইকেল শোডাউনে অংশ নেয়। উল্লেখ্য জামায়াতের আমীর ডা: শফিকুর রহমান ১৭ জানূয়ারী দুপুর ২টায় টাউন ফুটবল মাঠে চুয়াডাঙ্গা জামায়াত আয়োজিত বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দিবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চলের তত্ত্বাবধায়ক মোবারক হোসেন।










