আলমডাঙ্গা কলেজপাড়ার পরিচিত মুখ জাতীয় পাটির নেতা আতিয়ার রহমান আর নেই। বৃহস্পতিবার রাত ৩ টার দিকে হ্নদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে মৃত্যু হয়।(ইন্নালিল্লাহি---- রাজিউন)। আলমডাঙ্গা কলেজ পাড়ার বিশিষ্ট কাঠ ও আলমডাঙ্গা পৌর জাতীয় পার্টির সভাপতি আতিয়ার রহমান(৫০) ইন্তেকাল করেন। তার মৃত্যুর খবর এলাকারয় পৌছালে পরিবারে শোকের ছায়া নেমে আসে।স্থানীয় লোকজন,আত্মীয় স্বজন তাকে একনজর দেখার জন্য ছুটে আসে। জানা গেছে আলমডাঙ্গা উপজেলা নাগদাহ ইউনিয়নের জহুরুল নগর গ্রামের মৃত মোকলেসুর রহমানের ছেলে আতিয়ার রহমান আনন্দধামে দীর্ঘদিন ধরে কাঠ ব্যাবসা করে আসছে। বেশ কিছুদিন থেকে আতিয়ার অসুস্থ হয়ে চিকিৎসাধিন ছিল।সম্প্রতি একটু বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে পরিবারের লোকজন চিকিৎসকের পরামর্শ কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করে।সেখানে চিকিৎসারত অবস্থায় গত বুধবার রাত তিনটার সময় স্ট্রোক করলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। গত বৃহস্পতিবার বাদ আসর আলমডাঙ্গা দারুসসালাম ঈদগাহ ময়দান কবরস্থানে তার জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জাতীয় পাটির সভাপতি এ্যাডঃ সোহরাব উদ্দিন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এ্যাডঃ রবিউল ইসলাম, জাতীয় পার্টির সহ-সভাপতি শাহাবুদ্দিন বিশ্বাস খোকন, আলমডাঙ্গা উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাহিদ হাসান রেন্টু , ,উপজেলা জামাতের আমির শফিউল ইসলাম বকুল, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুল হক পিন্টু,পৌর জাতীয় পার্টি সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন,সৈনিক পার্টির জেলা সভাপতি শহীদ হোসেন, উপজেলা ছাত্র সমাজের সভাপতি মুজিবুল হক, লিপু মিয়া,জলিল মিয়া,জয়নাল হোসেন,প্রমুখ।
মৃত্যুকালে তিনি মা,বোন, স্ত্রী, কন্যা-পুত্রসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।
জানাজার নামাজ পড়ান কলেজপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মাহাদী হাসান।