
পাইকগাছার রাড়ুলী ইউনিয়নে ২ হাজার ১৭৯ পরিবারের মাঝে টিসিবি পন্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিরতিহীনভাবে ৪৭০ টাকা দরে ৫ কেজি চাউল, ২ কেজি ডাউল ও ২ লিটার সয়াবিন তেল কার্ড প্রতি দেওয়া হয়।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল রাড়ুলী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে উক্ত বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন অত্র ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ। এসময়ে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার উপ সহকারী কৃষি কর্মকর্তা শামীম আফজাল, প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলাম, ইউপি সচিব সঞ্জীব ঘোষ, পিযুষ কান্তি বাপ্পি, মফিজুল ইসলাম, ইলিয়াস আলী মোড়ল, সম সোহেল উদ্দিন, আব্দুল হামিদ, আবুল হাশেম, রমজান আলী সরদার, সুমিত্রা দাশ সোনিয়া, রোজিনা বেগম, জাহানারা বেগম সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ ও উপকারভোগীরা।
ভিউ: ৩৭৪










