
মোঃ জাহিদ হোসেন :
বরিশালের হিজলা উপজেলায় বুধবার দিবাগত গভীর রাতে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ গোপন সংবাদে জানতে পারে উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের ঘোষেরচর এলাকায় রাস্তার পাশে এক যুবক গাজা বিক্রি করে আসছে। তখন এস আই আমিনুর ও থানা পুলিশের একটি চৌকস টিম সেখানে গিয়ে আধা কেজি গাজা সহ রাজিব গাজী(৩২) নামে একজনকে আটক করে।
জানাযায় রাকিব গাজী দীর্ঘদিন যাবৎ ঐ এলাকায় গাজা বিক্রি করে আসছে। তার বিরুদ্ধে হিজলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ বলেন মাদক নিয়ন্ত্রনে পুলিশ কাজ করে আসছে। হিজলা উপজেলায় মাদক সহ সকল প্রকার অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
ভিউ: ৪২২










