১৯১১টি কেস ডকেট (ডিসি) উদ্ধার ও ০১ জন ব্যক্তি গ্রেফতার।
Spread the love

জনৈক মোঃ মফিজুল হক ভূঁইয়া থানায় সাধারণ ডায়েরী করার আবেদন করেন যে, বিজ্ঞ মহানগর পিপি অফিসে প্রায় ২৮-৩০টি আদালতের কেস ডকেট রক্ষিত ছিলো। পিপি অফিসে জায়গা স্বল্পতার কারণে গত ২৪/০৪/২০২৩ তারিখ পিপি অফিসের সামনের বারান্দায় প্ল্যাস্টিকের বস্তায় সর্বমোট ১৯১১টি কেস ডকেট (সিডি) পলিথিনে মোড়ানো অবস্থায় স্তুপ আকারে ০৯টি বস্তায় রক্ষিত ছিল। গত ১২/১২/২০২৪ তারিখ বিজ্ঞ মহানগর কোর্টের সর্বশেষ ভেকেশন কোর্ট ছিল। তারপর থেকে বিজ্ঞ মহানগর আদালত ও পিপি অফিস বন্ধ থাকা অবস্থায় গত ১৩/১২/২০২৪ তারিখ হতে ৩১/১২/২০২৪ তারিখের মধ্যবর্তী সময়ে উক্ত কেস ডকেট গুলো হারিয়ে গিয়াছে। আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও উক্ত কেস ডকেট না পেয়ে থানায় সাধারণ ডায়েরী করার আবেদন করেন। তাহার আবেদনের প্রেক্ষিতে বিষয়টি কোতোয়ালী থানার জিডি নং-৩৫২, তাং-০৫/০১/২০২৫ইং মূলে ডায়েরীভুক্ত করতঃ উহা তদন্তের নিমিত্তে এসআই(নিঃ)/মোঃ কামরুজ্জামান এর উপর তদন্তভার অর্পন করা হয়।অফিসার ইনচার্জ, কোতোয়ালী থানার নেতৃত্ব একটি চৌকস অভিযান টিম দীর্ঘ অভিযান পরিচালনা করে ইং ০৯/০১/২০২৫ তারিখ সিএমপি’র বাকলিয়া থানাধীন বউ বাজার এলকা হতে মামলার ঘটনার সহিত জড়িত ব্যক্তি মোঃ রাসেল’কে আটক করেন। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে সে বিজ্ঞ আদাতলের উপরোক্ত ০৯টি বস্তা ভর্তি কেস ডকেট চুরি করেছে। পরবর্তীতে তাহার দেখানো মতে কোতোয়ালী থানাধীন সতীশ বাবু লেইন সোবহান সওদাগর মসজিদ আকবর কলোনীর ৭নং রুমের ভিতর হতে ০৯টি প্লাস্টিকের বস্তা ভর্তি বিজ্ঞ আদালতের কেস ডকেট উদ্ধার পূর্বক এসআই/মোঃ কামরুজ্জামান জব্দ তালিকামূলে জব্দ করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31