বছরের শুরুতেই ক্লাস শুরু হলেও সব বই পৌছেনি শিক্ষার্থীদের হাতে
Spread the love

তরিকুল মোল্লা,  : প্রতি বছরের ন্যায় এ বছরও প্রাথমিক ও মাধ্যমিকে নতুন বছরের একাডেমিক কার্যক্রম ১লা জানুয়ারি থেকে শুরু হলেও শিক্ষার্থীদের হাতে এখনো পৌছেনি সব বই। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা দ্রুত বই পাবার প্রত্যাশা করছে। জানা যায়, আওয়ামিলীগ সরকারের পতন ও অন্তর্কালীনবর্তী সরকারের ক্ষমতায়, আর এরই সাথে দেশের সার্বিক পরিস্থিতি সব কিছু নিয়ে সঠিক সময়ে বই ছাপা না হওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। ১লা জানুয়ারি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব পালন না হলেও বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম থেমে নেই। প্রতিটি ক্লাসের কিছু সংখ্যক বই শিক্ষার্থীরা হাতে পেয়েছে। শিক্ষকরা মনে করছেন অল্প সময়ের মধ্যে সব বই পাওয়া যাবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আওয়ামী লীগ আমলে জানুয়ারিতে বই উৎসব হলেও শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে ৩ থেকে ৪ মাস সময় লাগতো। আমরা সব শিক্ষার্থীদের কাছে বই পৌঁছে দিতে কাজ করছি। আশা করছি আগামী মাসের মধ্যে সবাই বই পাবে। আজিজুর রহমান নামের এক অভিভাবক জানান, বই পেলে শিক্ষার্থীদের মন মানসিকতা ভাল থাকে। তারপরও বছরের প্রথম দিকে পড়াশুনার চাপ কম থাকে। বাগেরহাট সদর উপজেলার মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম মাসুদ জানান, প্রতি ক্লাসের শিক্ষার্থী প্রতি ৩ খানা করে বই পাওয়া গেছে। তিনি আরও বলেন, ওয়েবসাইটে বইয়ের অনলাইন ভার্সন পাওয়া যাচ্ছে। বছরের প্রথম দিকের ক্লাস শিক্ষকদের পাঠ্য বই ছাড়া শিক্ষাদান করার দক্ষতা রয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম মোর্শেদ জানান, বই আসামাত্রই স্কুলে পৌছে দেওয়া হচ্ছে। খুব দ্রুত বই পাওয়া যাবে বলে তিনি আশাবাদী।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31