
সাভারে অ্যাম্বুল্যান্স ও যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষে অ্যাম্বুল্যান্সের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন লেগে অ্যাম্বুলেন্সে থাকা ৪ যাত্রী নিহত হয়। বৃহস্পতিবার ৯ জানুয়ারি রাত ২ টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের পুলিশ টাউন এলাকায় এ সংঘর্ষ সংঘটিত হয়।প্রথমে অ্যাম্বুলেন্স ও বাসে সংঘর্ষ লেগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অ্যাম্বুলেন্স ও বাসে আগুন লাগে। পরে সাভার ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট এসে আগুন নেভায় এবং অ্যাম্বুলেন্সে থাকা ৪ জনের মৃতদেহ উদ্ধার করে। সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল আলম বলেন দূর্ঘটনার খবর পেয়ে আমরা ৪ জনের মৃতদেহ দেখতে পেরেছি।বিস্তারিত জানার চেষ্টা করছি।
ভিউ: ৩০৮










