
পৃথিবী নামক এই নীল গ্রহে মানব সভ্যতার বিবর্তনের ইতিহাস ও অস্তিত্বকে টিকিয়ে রাখতে হলে প্রয়োজন প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্রের সংরক্ষণের মাধ্যমে ভারসাম্য বজায় রাখা।তাহলেই কেবল টিকে থাকবে এই গ্রহে মানুষের অস্তিত্ব।
এই চরম সত্যটিকে উপলব্ধি করেই আলমডাঙ্গা উপজেলায় কয়েক মাস আগে গঠন করা হয়
আলমডাঙ্গা জীববৈচিত্র্য সংরক্ষণ সংস্থা।
গতকাল বেলা ৩টায় আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদি ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করলেন সংস্থাটির সদস্যরা।
এ মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন সংস্থার আহ্বায়ক এবং পাখি ও বন্যপ্রাণী আলোকচিত্রী শাকিল আহমেদ।
তিনি, পাখি ও বন্যপ্রাণী শিকার, ধরা, বিরক্ত করা থেকে দূরে রাখতে সাধারণ মানুষের মধ্যে সতর্কতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পয়েন্টে সাইনবোর্ড, বিলবোর্ড স্থাপনের আবেদন করেন।
ইউএনও মহোদয়, আবেদনে সম্মতি জ্ঞাপন এবং সর্বাত্মকভাবে প্রশাসনিক সহযোগিতা করার এবং পাখি ও বন্যপ্রাণী শিকার, ধরা, বিরক্ত করার মতন অপরাধের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
আলমডাঙ্গা জীববৈচিত্র্য সংরক্ষণ সংস্থা , এটি সম্পূর্ণ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। এটি প্রাণী ও পরিবেশ সংরক্ষণ, সুরক্ষা ও সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি ও স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করবে সংস্থার পক্ষ থেকে জানানো হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন আলমডাঙ্গা জীববৈচিত্র্য সংরক্ষণ সংস্থার আহ্বায়ক কমিটির
উপদেষ্টা,(চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজজের সাবেক অধ্যক্ষ) নওরোজ মোহাম্মদ সাঈদ.সাঈদ মোহাম্মদ হিরন, মোঃ বখতিয়ার হামিদ,যুগ্ম আহ্বায়ক তৌহিদুর রহমান প্রিন্স, সদস্য সচিব আহমেদ শাওন, সদস্য মোমিন, তারিফ, দিপ্ত, হাসান প্রমুখ।










