
গোপন সংবাদের ভিত্তিতে মাগুরাতে ১৬৩০ পিছ ইয়াবা ট্যাবলেট ও ২ টি মোবাইল সহ দুই রোহিঙ্গাকে আটক করেছে মাগুরা ডিবি পুলিশ।মঙ্গলবার ৭ জানুয়ারী গোপন সংবাদের ভিত্তিতে ভোর থেকে মাগুরা টার্মিনালের আশেপাশে ডিবি পুলিশের একটি দল ওত পেতে থাকে। কক্সবাজার থেকে ছেড়ে আসা সেন্টমার্টিন নামক একটি বাসে দুজন রোহিঙ্গা সকাল সাড়ে আটটার দিকে মাগুরা পারনান্দুয়ালী জামে মসজিদের সামনে নামলে আগে থেকে ওত পেতে থাকা ডিবি পুলিশ তাদেরকে আটক করে।আটককৃতরা হলো, ১!আজিজ (৪৭) পিতা- মৃত আমির হোসেন, ২! আব্দুল কুদ্দুস (৪৫) পিতা- মৃত মোস্তাক আহম্মেদ উভয়ের সাং- হাকিমপাড়া (রোহিঙ্গা ক্যাম্প-১৪) থানা -উখিয়া, জেলা- কক্সবাজার।
প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদে তার পুলিশের কাছে স্বীকার করে যে,তারা উখিয়া থেকে মাগুরার উদ্দেশ্যে ইয়াবা ট্যাবলেট নিয়ে এসেছে। তবে ধরা পড়ার ভয়ে ইয়াবা ট্যাবলেট গুলো তারা গিলে ফেলে।পরবর্তীতে তাদেরকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে এক্সরে করতে দেন।এক্সরে রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যায় যে তাদের পেটে ইয়াবা ট্যাবলেট আছে। দুপুর ২ টার দিকে ডাক্তারগন তাদের পেট থেকে পায়ু পথের মাধ্যমে ইয়াবা ট্যাবলেট বের করেন।পরে গননা করে তাদের কাছ থেকে মোট ১৬৩০ পিছ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।সন্ধ্যা সাড়ে ছয়টায় এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) এ এস এম মুক্তারুজ্জামান সাংবাদিকদের জানান আসামীদের সকালে ধরা হলেও বিভিন্ন প্রমান ও আলামত সংগ্রহে সময় লাগার কারনে আমাদের ব্রিফিং এ একটু বিলম্ব হয়েছে। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন।










