
মুসলিম এইড বাংলাদেশ মাগুরা শাখার উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে মেধাবৃত্তি প্রদান করা হয়। মঙ্গলবার ৭ ডিসেম্বর বিকাল ৩ টার সময় মুসলিম এইড বাংলাদেশ মাগুরা সদর শাখা বাঁশতলা পুলিশ লাইন (ম্যাব) অফিসে মুসলিম এইড বাংলাদেশ শাখার আয়োজনে এই অনুষ্ঠানটি করা হয়।
মুসলিম এইড বাংলাদেশ আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে ও শাখা ব্যবস্থাপক মোঃ রাজিব হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম সারোয়ার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা পুলিশ লাইনের এস আই মোঃ রবিউল ইসলাম, দুধ মল্লিক মাধ্যমিক বিদ্যালয়ের (ধর্মীয়) সহকারী শিক্ষক মোঃ গোলাম ত্বহা।
মুসলিম এইড বাংলাদেশ মাগুরা শাখার বিভিন্ন সমিতির সদস্যদের মধ্যে ৩ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে এই বৃত্তি প্রদান করা হয়। বৃত্তি প্রাপ্তরা হলো সাজিয়ারা গ্রামের সাদিয়া রহমান ও মিস জান্নাতুল নাইম তাজিন এবং মাগুরা সদর উপজেলার শহর এলাকার মোছাঃ সোহানা খাতুন।










