সুধারামে বসত ঘর নির্মাণে চাঁদা না পেয়ে বসত বাড়িতে সন্ত্রাসী হামলা, মারধর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এসময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় অস্ত্র ধারালো কিরিচ উদ্ধার হয়েছে।
(৬ জানুয়ারি) সোমবার সদর উপজেলার ৯নং কালাদরাপ ইউনিয়নের ৭নং ওয়ার্ড দেবীপুরে আফকান চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটেছে।ভুক্তভোগী অভিযোগ করেন, বসত ঘর নির্মাণ করতে ইট ক্রয় করে বাড়িতে আনলে স্থানীয় অস্ত্রধারী আবুল কাশেম রাজু পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে প্রধান অভিযুক্ত রাজু তার বাহিনীর লোকজন নিয়ে ভুক্তভোগীর বাড়িতে আকস্মিক সন্ত্রাসী হামলা চালিয়ে বসত ঘরে ওয়াড্রপের তালা ভেঙে ঘর নির্মাণের নগদ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা, মোবাইল ও স্বর্ণালন্কার চিনিয়ে নিয়ে যায়। আহতদের উদ্ধার করে প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করিয়ে উন্নত চিকিৎসার জন্য প্রাইভেট আদর হসপিটালে বদলি করে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। প্রধান অভিযুক্ত আবুল কাশেম রাজু ও তার বাহিনীর সুজন, আরমান, ইউসুফসহ অজ্ঞাতনামা আরও ২০/২৫ জনকে আসামি করে সুধারাম মডেল থানায় একটি এজাহার দায়ের করেন জখমী মোঃ সাইফুল ইসলাম।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, হামলার ঘটনায় খবর পেয়েছি। ভুক্তভোগী অভিযুক্তদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে তদন্ত করবে। ঘটনার সত্যতা ফেলে অপরাধের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।