
শীতের হিমবাহ বাতাসে,কনকনে ঠান্ডায় জনজীবন যখন দুর্বিষহ। তখন শহরে বসবাস করা প্রান্তিক জনগোষ্ঠী একটি বড় অংশ সামর্থ্যহীন হওয়ায় উষ্ণ পরশের আশায় গরম কাপড় খোঁজে। এই মানুষদের হাতে মমতার উষ্ণ পরশ ছড়াতে আলমডাঙ্গায়” কলেজপাড়া কল্যান কমিটি” কম্বল বিতরণ করেছে।
বিকাল ৪টায় এ কার্যক্রমের সভাপতিত্ব করেন কলেজপাড়া কল্যাণ কমিটির সভাপতি (সাবেক ডি জি এম বাংলাদেশ কৃষি ব্যাংক) মতিউর রহমান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,” কল্যাণ কমিটির কার্যক্রমটি আলমডাঙ্গাবাসীর জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। ইতিমধ্যে তাদের পরিচ্ছন্নতা কার্যক্রম পৌরবাসীর হৃদয় জয় করেছে। এ ধরনের জনহিতকর কাজে সব সময় আলমডাঙ্গা উপজেলা প্রশাসন সহযোগিতা করবে বলে আশ্বাস প্রদান করেন “।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার সাজ্জাদ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন কল্যাণ কমিটির সাধারণ সম্পাদক
মীর শফিকুল ইসলাম ,সহ-সভাপতি
মোঃ রোকনুজ্জামান ডাবলু, উপদেষ্টা আবুল হোসেন, মোঃ হাবিবুল করিম চঞ্চল , আব্দুর রশিদ মন্জু, অবসরপ্রাপ্ত ব্যাংকার খালেকুজ্জামান , সাংগঠনিক সম্পাদক এ কিউ এম শোয়েবউজ্জামান সোহেল, প্রচার সম্পাদক মাহামুদুর রশিদ জুয়েল , মোঃ রমজান, ফাহমিদুর রহমান মুন,মোঃ ফারুক হোসেন, মোঃ রুমন,মোঃ হাশেম রেজা,সজীব,জনি,মুনু, মেসি,রাসেল,কামরুজ্জামান কাজল, রাজু,নাজমুল ,মোঃ জয়নাল, যুগোল প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন কলেজপাড়া মসজিদের খতিব মাওলানা মহাদী হাসান ও অনুষ্ঠানটির পরিচালনা করেন আব্দুর রশিদ মঞ্জু।










