আলমডাঙ্গার কৃতি সন্তান প্রফেসর খন্দকার কামাল হাসান,যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মনোনীত হয়েছেন।
গত ২ জানুয়ারি রাষ্টপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রনালয়ের উপ-সচিব মোঃ মাহবুব আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপন প্রকাশিত হয়।সেখানে প্রফেসর খোন্দকার কামাল হাসান কে প্রেসনে যশোর বোডের চেয়ারম্যান হিসেবে মনোনীত করেছেন।স্বারক নং-- ৩৭,০০,০০০০.০৬৭.০২.০১১.২০১৩ (অংশ-২)-০৭
বি.সি.এস. (সাধারণ শিক্ষা) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাগণ-কে পুনরাদেশ না দেয়া পর্যন্ত নিম্নোক্ত শর্তে নিজ বেতন ও বেতনক্রমে নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো:উল্লেখ্য শিক্ষা মন্ত্রনালয়ের আদেশে প্রেফসর খোঃ কামাল হাসান যশোর বোর্ড যোগদান করবেন।প্রফেসর খোন্দকার কামাল হাসান আলমডাঙ্গা কুমারি গ্রামের সন্তান।তিনি,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগ হতে প্রথম শ্রেণীতে অনার্স সহ প্রথম শ্রেণীতে মাষ্টার্স ডিগ্রী সম্পন্ন করেন। পরবর্তীতে তিঁনি ১৪ তম বি সি এস(সাধারণ শিক্ষা) পরীক্ষার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে ১৯৯৩ সালের নভেম্বর মাসে প্রভাষক,পদার্থবিদ্যা হিসাবে মেহেরপুর সরকারি কলেজ,মেহেরপুরে যোগদান করেন।১৯৯৪ সালের নভেম্বর মাসে তিঁনি সরকারি আজিজুল হক কলেজ, বগুড়ায় বদলি হয়ে আসেন।সেখান তিঁনি দীর্ঘদিন সুনামের সাথে শিক্ষকতা করেন। একজন দক্ষ ও গুণী শিক্ষক হিসাবে তিঁনি শিক্ষার্থীদের নিকট অত্যন্ত জনপ্রিয় ছিলেন। ২০০৪ সালে পদোন্নতির পর হতে তিঁনি বিভিন্ন সরকারি কলেজে সুনামের সাথে শিক্ষকতা করেন। ২০১১ সালে তিঁনি গাবতলী সরকারি কলেজ, বগুড়ায় উপাধ্যক্ষ হিসাবে নিয়োগপ্রাপ্ত হন। সেখানে প্রায় ৫ বৎসর সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের পর তিঁনি পুনরায় সরকারি আজিজুল হক কলেজে পদার্থ বিজ্ঞান বিভাগে সহযোগী অধ্যাপক হিসাবে বদলী হয়ে আসেন।উক্ত বিভাগে শিক্ষকতা করা কালে ২০১৮ সালে তিনি অধ্যাপক হিসাবে পদোন্নতি পেয়ে অধ্যাপনা চালিয়ে যেতে থাকেন। ২০২১ সালের এপ্রিল মাসে অধ্যক্ষ হিসাবে নিয়োগ পেয়ে তিঁনি মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজ, মেহেরপুরে যোগদান করেন। উক্ত কলেজে সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন কালে ২০২৩ সালের নভেম্বর মাসে সরকারি আজিজুল হক কলেজ, বগুড়ায় অধ্যক্ষ হিসাবে তিঁনি পদায়ন প্রাপ্ত হন। ২০২৩ সালের ১৪ই নভেম্বর হতে ২০২৪ সালের ২৭ শে অক্টোবর পর্যন্ত তিঁনি সততা,দক্ষতা ও সুনামের সাথে সরকারি আজিজুল হক কলেজে অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে তিঁনি দলমত নর্বিশেষে সকল শিক্ষার্থী এবং শিক্ষক- কর্মচারীর নিকট অত্যন্ত প্রিয় ও গ্রহনযোগ্য ছিলেন। এক সরকারি আদেশ বলে তিঁনি ২৯ শে অক্টোবর ২০২৪ এ মাউশিতে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে যোগদান করেন।
২০২২ সালে তিঁনি তৎকালীন আওয়ামীলীগ সরকারপন্হী শাহেদ- রেহানা প্যানেলের বিরুদ্ধে নোমানী - শওকত প্যানেল হতে নির্বাচন করে বি সি এস ( সাধারণ শিক্ষা)সমিতির কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি নির্বাচিত হন এবং পূর্ণমেয়াদে উক্ত পদের দায়িত্ব পালন করেন।
প্রফেসর খোন্দকার কামাল হাসান চুয়াডাঙ্গা জেলার অন্তর্গত আলমডাঙ্গা উপজেলার কুমারী গ্রামের এক সম্ভান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তিঁনি বিবাহিত এবং দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক।প্রফেসর খোন্দকার কামাল হাসান যশোর বোডের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায়, তার এই সাফল্যে এসএসসি ৮২ বন্ধুদের পক্ষ থেকে মোটরযান উপ পরিচালক আতিয়ার রহমান, সাবেক ইউপি প্রশাসনিক কর্মকর্তা সোহরাব হোসেন, স্বর্ণ ব্যবসায়ী আব্দুল জলিল,বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী আব্দুল বারী, আশরাফুল ইসলাম সফদার, ফিরোজ, সাইদুর, তারেক,হীরা,রেন্টু, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু,সাধারন সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম,সহ-সভাপতি জামসিদুল হক,রুনু খোন্দকার,মৌলভী আবুল কাশেম,সৈয়দ সাজেদুল হক,যুগ্ম সম্পাদক বসিরুল আলম,সাহাবুল হক,অর্থ সম্পাদক আতিক বিশ্বাস,প্রচার সম্পাদক জাফর জুয়েল,সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলী,আলাউদ্দিন পাঠাগারের পরিচালক কবি গোলাম রহমান চৌধুরি,আলমডাঙ্গা সরকারি কলেজের সহকারি অধ্যাপক খন্দকার ইকবাল হাসান শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।