
সরকারি ইসলামপুর কলেজের অ্যাকাউন্টিং বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষাবিদ অধ্যাপক মোরাদুজ্জামান মোরাদের ৫৭তম জন্মদিন আজ।
শিক্ষা ক্ষেত্রে তার অসামান্য অবদান স্মরণ করে সহকর্মী, শিক্ষার্থী এবং শুভানুধ্যায়ীরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন। ১৯৬৭ সালে জন্মগ্রহণ করা মোরাদুজ্জামান মোরাদ তার কর্মজীবন শুরু করেন শিক্ষাক্ষেত্রে। সরকারি ইসলামপুর কলেজে অ্যাকাউন্টিং বিষয়ে অধ্যাপনার মাধ্যমে তিনি শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছেন।
তার তত্ত্ব ও প্রয়োগভিত্তিক পাঠদান শিক্ষার্থীদের একাডেমিক ও পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। শিক্ষার্থীদের প্রতি তার যত্নশীল মনোভাব এবং নৈতিক শিক্ষার প্রতি গুরুত্ব প্রদান তাকে একজন আদর্শ শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
জন্মদিন উপলক্ষে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা তাকে আন্তরিক শুভেচ্ছা জানান। সহকর্মীরা তার কর্মনিষ্ঠা ও মানবিক গুণাবলির প্রশংসা করেন।
সহকর্মীরা বলেন, “মোরাদুজ্জামান মোরাদ একজন অনন্য শিক্ষাবিদ। তার জ্ঞানের গভীরতা এবং শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা আমাদের সবার জন্য দৃষ্টান্ত।”
শিক্ষার্থীদের মধ্যে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী মোঃ সুমন মোল্লা বলেন, “তিনি আমাদের কেবল একাডেমিক বিষয়ে দক্ষ করে তুলেন না, জীবনের নৈতিক শিক্ষা দিয়েও অনুপ্রাণিত করেন। তার মতো শিক্ষক আমাদের জীবনের সম্পদ।”
অধ্যাপক মোরাদুজ্জামান মোরাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করছেন তার শুভাকাঙ্ক্ষীরা। তার মাধ্যমে শিক্ষা ক্ষেত্রে আরও নতুন দিগন্ত উন্মোচিত হবে, এমনটাই প্রত্যাশা করছেন সবাই।










