মোঃ তারেক রহমান : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় এনাতপুর থানাধীন খুকনি ইউনিয়নের খুকনি মোল্লাপাড়া ঈদগাহ মাঠের জায়গা দখলের অভিযোগ উঠেছে, সরজমিনে গিয়ে জানা যায় , ফিরোজ হাসান অনিক ও ফারুক হোসেন, দুই ব্যক্তি খুকনি মোল্লাপাড়া ঈদগা মাঠের সিএস ২৩৮৫, আরএস, ২৭১৪, হতে ৪ শতক এবং সিএস ২৩৮৬ ও আর এস ২৭১৫ হইতে ৫ শতক জায়গা দখল করে বসতি স্থাপন করেছে যাহা অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমান ও জনসাধারণের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। বিভিন্ন সময় উক্ত জায়গা নিয়ে কথা বলা হয়। উক্ত ঈদগাহ মাঠটি অত্র এলাকার সবচেয়ে প্রাচীনতম ও উক্ত মাঠে সাত গ্রামের লোক ঈদের জামাত আদায় করেন । বিভিন্ন সময় গ্রামের পরামানিকরা জায়গাটি উদ্ধার করতে গেলে হুমকির শিকার হন । হুমকি দাতা ব্যক্তি গণ স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের অর্থ যোগানদাতা । এছাড়াও অত্র এলাকার বিভিন্ন মানুষের বাড়ির জায়গা যেমন আলহাজ্ব সন্তেষ হাজী বাড়ির সামনের তিন শতক জায়গা দখল, মোহাম্মদ তোফাজ্জল হোসেনের সামনের আড়াই শতক জায়গা এবং পল্লী বিদ্যুৎ অফিসের দক্ষিণ পাশে সেলিম মোল্লা বাবু এর ৬ শতক জায়গা দখল এভাবে বিভিন্ন জায়গা থেকে ক্ষমতার বলে স্বৈরাচারী হাসিনা সরকার থাকায় জায়গা দখল করে আসছে ফিরোজ হাসান অনিক ও ফারুক । এছাড়াও খুকনী সাব জোনাল অফিসের পল্লী বিদ্যুৎ পরিচালক পদে ভোট বিহীন পরিচালক হন। পল্লী বিদ্যুৎ অফিসে উপস্থিত না হয়ে গ্রাহকদের টাকার বিনিময়ে সেবা নেওয়ার পরামর্শ দেন ফারুক ।
যার দরুন পল্লী বিদ্যুতের গ্রাহকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে । তাদের বিরুদ্ধে কথা বলতে গেলে থানা পুলিশ প্রশাসন উপজেলা ও জেলা প্রশাসন এর ভয় দেখায় এবং বিভিন্ন জায়গায় টাকার বিনিময়ে আওয়ামী লীগ দোসরদের বিভিন্নভাবে মদত দিয়ে অত্র এলাকায় ত্রাসের ভিতীকর অবস্থা তৈরি করছে । গোপন সূত্রে জানা যায় প্রত্যেক সন্ধ্যা বা রাত্রিতে তার নিজ বাসায় ভোট ডাকাত আওয়ামী লীগ ও ভোটকেন্দ্র দখলকারীদের নিয়ে বিভিন্ন রকম রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র তৈরিতে লিপ্ত থাকে। অএ ঈদগাহ মাঠের সেক্রেটারি সাহেবের সাথে আলাপচারিতায় তিনি বলেন দয়াকরে স্থানীয় প্রশাসন যেন এর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করেন।।