মানিকগঞ্জে ও থেমে নেই ছাত্র অধিকার পরিষদ এর কার্যক্রম। শতবাধাঁ বিপত্তি অতিক্রম করে এগিয়ে চলছে মানিকগঞ্জ ছাত্র অধিকার পরিষদ ।ভিপি নুর সমর্থিত “ছাত্র অধিকার পরিষদ” নামক সংগঠনের কার্যক্রম গতিশীল করতে জেলা ছাত্র অধিকার পরিষদ কাজ করে যাচ্ছে। সেই লক্ষে তারা মানিকগঞ্জ জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়নে আহ্বায়ক কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে।মানিকগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের যুগ্ন সাধারন সম্পাদক ও উপকমিটির সদস্য দৌলতপুর উপজেলা ছাত্র অধিকার পরিষদ মো:-ছানোয়ার হোসেন শান্ত ও সমাজসেবা সম্পাদক মো:-তুহিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দৌলতপুর উপজেলার অন্তর্গত চরকাটারী ইউনিয়ন এ ১৬ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে । উক্ত দৌলতপুর উপজেলার চরকাটারী ইউনিয়ন এর আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের জন্য অনুমোদন দেওয়া হয় । উক্ত কমিটির আহ্বায়ক হলেন,
জাহিদুল হাসান (জয়)
যুগ্ন আহ্বায়ক হলেন,
মো: শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান রাঞা, মো: ইসমাইল হোসেন, মো: সুজায়েত হোসেন, মো: আলামিন।সদস্য সচিব হলেন,
সিরাজ খান যুগ্ন সদস্য সচিব হলেন,মো: সোহাগ বিজয়, আবু হুরাইরা, মো: হেলাল, মো: আরিফ হোসাইন।
কার্যকারী সদস্য হিসেবে আছেন, মো: জাবেদ আলী, মো: নাইমুর ইসলাম, মো: সবুজ খান, শাহিন রানা।
এই কমিটি আগামী ৩ মাসের মধ্যে পূনার্ঙ্গ কমিটি করার নির্দেশ প্রদান করা হয়। কমিটি ঘোষণা শেষে মো:-ছানোয়ার হোসেন শান্ত মুঠোফোনে বলেন ২০১৮ থেকে ২০২৪ সাল কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে ফ্যাসিস্ট রেজিম কে পতন পর্যন্ত পরবর্তীতে রাষ্ট্র সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা ও সম্মুখ থেকে নেতৃত্ব দেওয়া সংগঠনের নাম বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। যার জন্ম হয়েছিল রাজপথের অগ্নিগর্ভ থেকে। যার জন্ম না হলে ২০২৪ এর ৩৬ ই জুলাই হতো না।
শিক্ষা, অধিকার, প্রগতি শ্লোগান নিয়ে এগিয়ে চলছে সদ্য সাবেক ভিপি নুরুলহক নুর সমর্থিত “বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ”! রাজনৈতিক শ্লোগান হলো “জনতার অধিকার-আমাদের অঙ্গীকার”। উল্লেখ্য ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলনের ভিত্তিতে গড়ে উঠে এই সংগঠনটি। বছর না পেরুতেই সংগঠন থেকে ডাকসুর নির্বাচনে ভিপির মতো মূল্যবান পদটি জয় করে নেন। এর আগে পরে বিভিন্ন যৌক্তিক দাবি নিয়ে একাধিকবার তাদেরকে কথা বলতে দেখা গেছে। নীতি আর আদর্শ দেখিয়ে তাদের বিস্তার অল্পতেই পৌছে গেছে পাড়ার চায়ের দোকান থেকে শহরের অলিগলি পেরিয়ে বিশ্ব দরবারে। নতুন প্রজন্মের কাছে এক নন্দিত সংগঠনের নাম বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। নেতাকর্মী সবার কাছে দোয়া চেয়েছেন তারা যেন সৎ থেকে নিষ্ঠার সাথে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারে।