
পাইকগাছায় শত্রুতামূলক ভাবে রাতের আঁধারে অজ্ঞাত ব্যক্তি মারফত মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় চার লক্ষ টাকার মৎস্য মেরে ক্ষতি সাধন করা হয়েছে। এ বিষয়ে সোমবার থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী তানভীর আহম্মেদ।
অভিযোগে উল্লেখ করেন, গত ইং- ২৯/১২/২০২৫ তারিখ শনিবার রাত আনুমানিক দুই-তিন টার দিকে উপজেলার চাঁদখালী ইউনিয়নের কমলাপুর গ্রামে বাদীর নিজস্ব মৎস্য ঘেরে শত্রুতামূলকভাবে কে বা কাহারা বিষ প্রয়োগ করে প্রায় চার লক্ষ টাকার মৎস্য মেরে ফেলেছে। ঘটনাটি উক্ত ঘেরের কর্মচারীর মাধ্যমে বাদী জানতে পেরে তাৎক্ষণিক সরজমিনে যেয়ে সত্যতা পায়। এছাড়াও উল্লেখিত অজ্ঞাতনামা শত্রু মারফত যে কোনো সময় জানমালের ক্ষতির আশংকা করছেন বলে অভিযোগে উল্লেখ করেন ভুক্তভোগী মোঃ তানভীর আহম্মেদ।
এবিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানান, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।










