
কাজী আহসানুল হাবিব : সোমবার বিকেলে, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ৮ নং ঢালজোড়া ইউনিয়ন পরিষদের পাশে,দেওয়াইর বাজার মাঠে কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় কৃষক দলের ব্যাবস্থাপনায়, পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে কৃষক সমাবেশ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় সোমবার বিকেলে, ঢালজোড়া ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মুলক বক্তব্য পেশ করেন, কেন্দ্রীয় কৃষকদলের ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল নাঈম।আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক হাজী আব্দুল হান্নান।
তারেক রহমানের নির্দেশিত লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ও দপ্তর সম্পাদক মোহাম্মদ সজীব হোসেন মণ্ডল।
কৃষক সমাবেশটি সঞ্চালনা করেন, উপজেলা কৃষকদলের সদস্য সচিব এডভোকেট আজিজুর রহমান।
সভাপতিত্ব করেন ঢালজোড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ সোহরাব হোসেন।
উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন, কালিয়াকৈর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, যুবদল ও কৃষকদলের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের কৃষক ও এলাকাবাসী।










