
সাগর আহমেদ জজ : সারাদেশের ন্যায় নেত্রকোনার পূর্বধলায় ৫১ দিনব্যাপী তারুণ্যের উৎসবের উদ্বোধন করা হয়েছে।
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” শ্লোগানে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে
সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. আব্দুল মালেক এর সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা কবির।
এছাড়া সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ তালুকদার, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মিন্টু দে, পরিসংখ্যান অফিসার জাহিদ আলম, যুব ফোরামের আহ্বায়ক সানাউল্লাহ সহ বিভিন্ন দপ্তরের প্রধান ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারুণ্যের উৎসব উপলক্ষ্যে ৩০ ডিসেম্বর থেকে ১৯ ফেব্রুয়ারি-২০২৫ পর্যন্ত উপজেলা জুড়ে জুলাই বিপ্লবের চিত্র প্রদর্শনী, ক্রীড়া ও বিতর্ক প্রতিযোগিতা, দুর্নীতি বিরোধী ও পরিবেশ বিষয়ক সেমিনারসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।










