
মোঃরুবেল মিয়া : ব্যাংকের আর্থিক সেবা কার্যক্রম সম্পর্কে সকল শ্রেণী পেশার জনগণকে অবহিত করার জন্য বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক আর্থিক স্বাক্ষরতা কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইলে মির্জাপুর উপজেলার মির্জাপুর ন্যাশনাল ব্যাংক লিমিটেডের আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ আগষ্ট) সকাল সাড়ে ১১ টার সময় মির্জাপুর বাজার ন্যাশনাল ব্যাংক লিমিটেডের মির্জাপুর শাখা অফিসে এ কর্মসূচী পালন করা হয়।
এসময় ডিজিটাল লেনদেনের ব্যবহার ও উপকারিতা, ডিজিটাল ব্যাংকিং সার্ভিস, ইন্টারনেট ব্যাংকিং, ক্রেডিট ও ডেবিট কার্ড, ব্যাংকিং সেবার প্রয়োজনীয়তা/গুরুত্ব ও সেবা পাওয়ার উপায়, ন্যাশনাল ব্যাংকের সেবাসমূহ, ব্যাংক হিসাব খোলার কাগজপত্র, ব্যাংকিং চ্যানেলে বৈদেশিক মুদ্রা আহরণ, প্রবাসী আয় বৈধ পথে প্রেরণের লক্ষ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধি, সঞ্চয়ের মনসিকতা ও স্কুল ব্যাংকিং সম্পর্কে আলোচনা করা হয়। এ কর্মশালায় ন্যাশনাল ব্যাংক লিমিটেড মির্জাপুর শাখার প্রিন্সিপাল ও ম্যানেজার মোঃ আব্দুল্লাহ আল মাসুদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কমন সার্ভিসেস ডিপার্টমেন্ট ২ বাংলাদেশ ব্যাংক এর পরিচালক কালি শংকর কর্ম্মকার, ব্যাংক ভবনের মালিক আব্দুল হালিম, বিশিষ্ট ব্যবসায়ী শামছুল হক সহ ব্যাংকের বিভিন্ন গ্রাহক, কর্মকর্তা-কর্মচারী প্রমুখ।










