তৌহিদ : বিগত স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে কারাগারে আটক থাকার পর মাগুরার মহম্মদপুরে কাজী সলিমুল হক কামালের বিশাল জনসমাবেশ।
সকাল থেকেই সমাবেশ স্হলে কাজী কামালকে দেখতে জনগণের উপছে পড়া ভীড় লক্ষ করা যায়।দীর্ঘ সাত বছর কারা ভোগের পর কাজী সলিমুল হক কামাল আজই প্রথম জনসমাবেশ করেন।এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব এস এম রবিউল ইসলাম নয়ন।
সমাবেশে মাগুরা- ২ আসনের সবেক এই সংসদ সদস্য আগামীতে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করার ইংগিত দিয়ে বলেন,আগামীতে বিএনপি মাগুরাতে যাকে নমিনেশন দিবে আমরা সবাই তার পক্ষেই কাজ করবো। দলে কোন কোন্দল থাকা চলবেনা।