মোঃ জাহিদ হোসেনঃ গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার ময়দানে সা'দ পন্থী সন্ত্রাসীদের আতর্কিত হামলা ও ও হত্যার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সাদপন্থীদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বরিশাল হিজলা উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বাদ মাগরিব উপজেলার কাসেমুল উলূম ইসলামীয়া মাদরাসা ও সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যোগে এ কর্মসূচি পালন করেন। বিক্ষোভ মিছিলটি কাসেমুল উলূম ইসলামীয়া মাদরাসা থেকে মৌলভিরহাট বাজার ঘুরে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন, কাসেমুল উলূম ইসলামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা মোঃ সালাহউদ্দিন খাঁন ।
সভাপতি তার বক্তব্যে বলেন, বিশ্ব ইজতেমা ময়দানের মর্মান্তিক ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সন্ত্রাসীদের কঠোর শাস্তির দাবি করছি। তিনি আরো বলেন যারা সাদিয়ানিদের মদদ দেয় তারা ভারতের দালাল।
তিনি আরো বলেন। আগামী ২৬ শে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে উপজেলা চত্বরে বিক্ষোভ মিছিল ও স্মারক লিপি প্রদান করা হবে সেখানে ওলামা মাশায়েখ এবং সর্বস্তরে তৌহিদী জনতা কে উপস্থিত থাকার আহ্বান জানান।
সমাবেশে উপস্থিত ছিলেন। মাওলানা সাইফুল ইসলাম আজিজী, মুফতী রিয়াজ উদ্দিন আনোয়ারি , মুফতী মনজুরুল ইসলাম,মুফতী শরীফুল ইসলাম রাব্বানী, মাওলানা মাসউদুর রহমান ঢালী, সাংবাদিক মাওলানা আলমগীর হোসাইন, সাংবাদিক মাওলানা জাহিদুল ইসলাম সহ অন্যান্য ব্যাক্তিবর্গ ।