
তৌহিদ, বিপুল আয়োজন এবং আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পালিত হলো মাগুরা টাউন হল ক্লাবের শতবর্ষপূর্তি অনুষ্ঠান। শুক্রবার ২৭ ডিসেম্বর সন্ধ্যা
৬ টায় জেলা অডিটোরিয়ামে টাউন হল ক্লাব মাগুরার আয়োজনে মাগুরা জেলা প্রশাসক ও টাউন হল ক্লাব মাগুরার সভাপতি মো. অহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব ড. মোঃ নিয়ামত উল্যা ভূঁইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ ওবায়দুর রহমান,কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ জাকির হোসেন, মাগুরা জেলা পুলিশ সুপার বিপিএম মিনা মাহমুদা।
অনুষ্ঠানে অতিথিরা টাউন হল ক্লাবের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন মাগুরা টাউন হল ক্লাব একটি ঐতিহ্যবাহী ক্লাব।ভবিষ্যতে এই ক্লাবের সুনাম আরো বৃদ্ধি পাবে।
ভিউ: ২২৪










