জাহিদ হোসেন মোল্লা: ফরিদপুরের সালথায় ফসলী জমি থেকে মাটি কাটার অপরাধে মাটিকাটা ভেকুর ড্রাইভারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার আটঘর ইউনিয়নের জয়কাইল গ্রামে ফসলী জমি থেকে মাটি কাটার সময় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিছুর রহমান বালী। এসময় সালথা থানার এস আই নবীন বিশ্বাস এর নেতৃত্ব এ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিছুর রহমান বালী বলেন, ফসলী জমি নষ্ট করে মাটি কাটার খবর পেয়ে ঘটনান্থলে গিয়ে ভেকু ড্রাইভার শাকিল খানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।