
গনতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয়স্বার্থ প্রতিষ্ঠার লক্ষ্যে মানিকগঞ্জ গণ অধিকার পরিষদের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর ) রাতে সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খাঁন স্বাক্ষরিত এক প্রেস বিঞ্জপ্তির মাধ্যমে আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। আগামী ১ বছরের জন্য গঠিত এ কমিটিতে হাসান আলী সভাপতি ও মমিনুর রহমান কে সাধারন সম্পাদক করে ৫০ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির ঘোষণা করেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি। ৫০ সদস্যবিশিষ্ট কমিটির অন্যরা হলেন সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহীম , দপ্তর সম্পাদক রবিউল ইসলাম , অর্থ সম্পাদক ইমরান হোসাইন এবং প্রচার সম্পাদক আরিফুল রহমান। এ বিষয়ে মানিকগঞ্জ গণ অধিকার পরিষদের সভাপতি হাসান আলী বলেন, আজকে এক বছরের জন্য মানিকগঞ্জ গণ অধিকার পরিষদের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এছাড়াও দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে নির্দেশনা প্রদান করা হয়েছে। জেলা গণ অধিকার পরিষদের সাধারন সম্পাদক মমিনুর রহমান বলেন, মানিকগঞ্জ জেলাকে গণ অধিকার পরিষদের ঘাঁটি হিসেবে রূপান্তরিত করতে যা কিছু প্রয়োজন, তৃণমূলের সব নেতাকর্মীকে নিয়ে তা করে যাবো। আমরা মানুষের জন্য কাজ করতে চাই।আমরা‘কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী সকল প্রোগ্রাম মানিকগঞ্জে সফল করব ইনশাল্লাহ। গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক (নুর) জানান, মানিকগঞ্জ জেলা গণঅধিকার পরিষদ, ‘শাখার আংশিক কমিটি আগামী ১ (এক) বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। সুদক্ষ নেতৃত্বে মানিকগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের শক্তিশালী ঘাঁটিতে পরিণত হবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করছেন। সেই সাথে নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।’ অপরদিকে, মানিকগঞ্জ গণ অধিকার পরিষদের আংশিক কমিটি ঘোষণা করার পর পদ-পদবি পাওয়া নেতাদের রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিনন্দন জানাতে শুরু করে দলীয় অনেক নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষী ।










