
আলমডাঙ্গা কামালপুর মোড়ে কাছে মটর সাইকেল দুর্ঘটনায় একজন নিহত। ( ১৯ ডিসেম্বর)বৃহস্পতিবার সকাল দশটার সময় আলমডাঙ্গা থেকে ফেরার পথে হারদী ইউনিয়নের কেশবপুর গ্রামের ওমর আলীর ছেলে আব্দুল্লাহ রুজন (২৫)মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে। এই ঘটনা আলমডাঙ্গা কামালপুরের কাঠ ব্রীজ নামক স্থানে ঘটে।জানা গেছে আব্দুল্লাহ রুজন (২৫),রাজু (২৪), সৌরভ (২৫) সহ তিনজন মোটরসাইকেল যোগে আলমডাঙ্গা থেকে বাড়ি ফেরার পথে পাখি ভ্যানকে ওভারটেক করতে গেলে রোডের উপর সিটকে পড়ে। এ সময় স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠান। হাসপাতালে যাওয়ার আগেই পথিমধ্যে আব্দুল্লাহ রুজনের মৃত্যু হয়। উল্লেখ্য মটর সাইকেলের তিনজন আরোহী একই গ্রামের।রাজু ও সৌরভ সামান্য আঘাত পেয়েছে।রুজনের মৃত্যুর সংবাদ গ্রামে ছড়িয়ে পড়লে তার পরিবারে শোকের ছায়া নেমে আসে।তাকে এক নজর দেখার জন্য আত্মিয় স্বজন,প্রতিবেশিরা ভীড় জমায়। এ ব্যাপারে আলমডাঙ্গা থানা পুলিশ সন্ধ্যা ছয়টার সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ দাফন করার অনুমতি দেন। সন্ধ্যা সাতটায় কেশবপুর গ্রামের কবরস্থানে জানাজা শেষে দাফন কাজ সম্পন্ন হয়।










