
তৌহিদ, : মাগুরা জেলায় দলীয় বা গ্রুপিং সংঘর্ষ দিনদিন বেড়েই চলেছে।বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর দুপুর ১ টায় দিকে গ্রুপিং ও ভিন্ন দল করায় সংঘর্ষের জের ধরে বেরইল পলিতায় একজনকে খুন করা হয়েছে।নিহত ব্যক্তি হলো ডহর সিংড়া গ্রামের সাবেক ইউপি মেম্বার মো. আকবর মোল্লার পুত্র শফিকুল ইসলাম (৩৫)।
ঘটনার বিবরণীতে জানা যায় যে,আকবর মোল্লার পুত্র শফিকুল ইসলাম বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে পলিতা সঞ্জিবনের সেলুনে সেভ করতে যায়। এসময় আগে থেকে ওত পেতে থাকা প্রতিপক্ষের লোকেরা তাকে হত্যা করে। পরে পুলিশ এসে লাশ ময়নাতদন্তের জন্য সন্ধ্যায় মাগুরা সদর হাসপাতালে নিয়ে যায়।
নিহত শফিকুলের ছোট ভাই ইমরুল শেখ সাংবাদিকদের জানান, তার ভাই দুপুর ১টার দিকে সেলুনে সেভ করতে গেলে মোস্তাক গাজী,তুফান গাজী,সাগর গাজী,মাজাহার গাজী,ইশান মোল্লা,মনির ডাকাত,রাজা মেম্বার সহ আরো অনেকে রাজা চেয়ারম্যানের নেতৃত্বে তার ভাইকে সেলুন থেকে বের করে কুপিয়ে হত্যা করে।তাদের সাথে আমাদের কোন শত্রুতা ছিলনা। তবে সমাজিক ও দলীয় ভিন্নতা ছিলো।মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ মো. আইয়ুব আলী জানান,হত্যাটি পূর্ব শত্রুতার জের ধরে করা হয়েছে।আসামীদের ধরার প্রক্রিয়া চলছে।










