বিজয় দিবস উপলক্ষে ববি’তে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
Spread the love

ববিঃ মহান বিজয় দিবস উপলক্ষে ববিতে অনুষ্ঠিত হলো বিজয়-২৪ এর উদ্যোগে আয়োজিত কুইজ প্রতিযোগিতা।
কুইজ প্রতিযোগিতার প্রধান বিষয়বস্তু ছিলো ‘ জুলাই বিপ্লব এবং মুক্তিযুদ্ধের চেতনার আলোকে বাংলাদেশের রাজনীতি ’

গতানুগতিক একপাক্ষিক আওয়ামী লীগ রচিত ইতিহাস থেকে বেড়িয়ে বাংলাদেশের রাজনীতির প্রকৃত ইতিহাস নিয়ে এবারই প্রথম ববিতে আয়োজিত হয়েছে আয়োজিত কুইজ প্রতিযোগিতা।
সাধারণ শিক্ষার্থীরা এই কুইজ প্রতিযোগিতায় সতঃস্ফুর্ত ভাবে অংশগ্রহণ করেছে।

উক্ত প্রতিযোগিতা আয়োজনের মূল দায়িত্বে ছিলো বিজয়-২৪ এর সদস্য তৌসিফ আলম খান এবং রবিউল ইসলাম।

তাদের সার্বিক সহযোগিতায় ছিলেন বিজয়-২৪ এর আহবায়ক সাকিব আল হাসান এবং সদস্য সচিব মিজানুর রহমান।

সার্বিক দিক নির্দেশনা প্রদানে উপস্থিত ছিলেন বিজয় ২৪ এর উপদেষ্টামন্ডলী।

বিজয়-২৪ এর উপদেষ্টা তানভির রহমান তুলিব বলেন,এই আয়োজনের মাধ্যমে
আমরা সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে খুব ভালো সাড়া পেয়েছি। সামনে আরও বড় আয়োজন করবো ইনশা আল্লাহ্।

বিজয়-২৪ এর উপদেষ্টা মেহেদী হাসান বাপ্পি বলেন এই কুইজের মাধ্যমে নতুন দিনের সূচনা ঘটলো ববিতে।

বিজয় ২৪ এর উপদেষ্টা মো: সিহাবের কাছে জানতে চাইলে তিনি বলেন ক্যাম্পাসের শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে সামনে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবে বিজয় ২৪ ইনশা আল্লাহ্।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এমন আয়োজনে আনন্দিত।তাদের মধ্য থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সোহান এবং আল ইসলাম বলেন প্রশ্ন খুবই চমৎকার হয়েছে। সামনে আরও এরকম আয়োজন চাই।

 

উক্ত কুইজ প্রতিযোগিতার প্রথম ৫ জন পুরষ্কার বিজয়ীরা হলেন:

১ম — আমিনুর মৃধা (আইন/১১তম ব্যাচ)
২য় — জাহাঙ্গীর আলম ( ইংরেজী/১২তম ব্যাচ)
৩য় — সোহেল খান (হিসাব বিজ্ঞান/৭ম ব্যাচ)
৪র্থ — মোঃ সাকিল আহমেদ (সয়েল/১০তম ব্যাচ)
৫ম — মোঃ রাসেল মিয়া (গনিত/৯ম ব্যাচ)

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31