
মঙ্গলবার সকাল ৮ টার সময়বরিশালের হিজলা উপজেলার নরসিংহপুর কাজী বাড়ি মাদরাসা ও উপজেলা সদর নুরে মদিনা মাদরাসায় সহকারী এ্যাটনি জেনারেল ও ঢাকা মহানগর দায়রা জজ আদালত-৪ এডভোকেট এম হেলাল উদ্দিন কোরআন শরীফ ও কাপেটিং বিতরণ করেন।
এ সময় এডভোকেট এম হেলাল উদ্দিন বলেন। যারা জিয়াউর রহমানের আদর্শের বি এন পি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে চায় তারা রাষ্ট্রনায়ক তারেক রহমানের নিদের্শনা মেনে দল করতে হবে। যারা তারেক রহমানের নির্দেশ অমান্য করে অন্যায় কাজে লিপ্ত হবে তাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী দল বি এন পি কঠোর ব্যবস্থা নিবে।
এ সময় উপস্তিত ছিলেন বরিশাল জেলা মৎস্যজীবিদলের আহবায়ক ফারুক খান,উপজেলা বি এন পির নেতা নায়েব নাজমুল হক,শাহেআলম প্যাদা,সাজাহান দপ্তরী,বারেক মাঝি,মুলাদী মৎস্যজীবিদলের সভাপতি আবুল কালাম আজাদ,জেলা মৎস্যজীবিদলের সদস্য আবুল বাশার সহ অনেকে।










