সুনামগঞ্জ-১: বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার লিটনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
Spread the love

মো. শাহীন আলম :
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ-তাহিরপুর-ধর্মপাশা-মধ্যনগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জ সরকারি কলেজ ও জামালগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, যুক্তরাজ্য ‘আইনজীবী ফোরামের’ বর্তমান সাধারণ সম্পাদক ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন জামালগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার সুনামকন্ঠ কার্যালয়ের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে সুনামগঞ্জ ১ আসনের প্রতিটি এলাকায় ভোটারদের সাথে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন বলে তিনি জানান।
এসময় তিনি বলেন, ছাত্র জীবন থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী এবং মানবতার মা ও বাংলাদেশের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমানের পরামর্শে একজন নিবেদিত কর্মী হয়ে সামাজিক কর্মকান্ডের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করে যাচ্ছি। সুনামগঞ্জ ১ আসনের অধিকাংশ বিএনপির নেতাকর্মী ও জনপ্রতিনিধিরা আমার সাথে আছেন। মানুষের সেবায় নিজেকে উজার করে দেওয়াই আমার রাজনৈতিক জীবনের একমাত্র লক্ষ ও উদ্দেশ্য। জনকল্যাণে কাজ করা আমার দীর্ঘদিনের লালিত স্বপ্ন। জনাব তারেক রহমানের আহ্বানে রাষ্টকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি করণের মাধ্যমে সাম্য, মানবিক রাষ্ট্র, সামাজিক মূল্যবোধ, ন্যায় বিচার, আইনের শাসন, মানুষের জীবনমান উন্নয়ন ও সুখী, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানের অগ্রযাত্রায় নতুন প্রজন্মকে সাথে নিয়ে কাজ করতে চাই। এছাড়াও হাওরের ফসল রক্ষায় বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে বেড়ি বাঁধ নির্মাণে পরিকল্পিত ভাবে কাজ করতে চাই। আমার বিশ্বাস আগামী সংসদ নির্বাচনে দল আমাকে আমার সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের মূল্যয়ন করবেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31