
আব্দুল্লাহ আল মামুন : মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর যশোর সদর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।১৬ ডিসেম্বর সোমবার সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর যশোর জেলা কার্যালয়ের সামনে থেকে বিশাল একটি র্যালি বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।এসয় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি আলহাজ্ব মিয়া মোঃ আব্দুল হালিম, যশোর জেলা মুজাহিদ কমিটির সদর মাওলানা গোলাম আযম, যশোর পৌর ইসলামী আন্দোলনের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক গাজী শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অলিয়ার রহমান, ইসলামী ছাত্র আন্দোলনের যশোর জেলা সভাপতি ইমরান, সাধারণ সম্পাদক আজিজুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন নেতৃবৃন্দ।
ভিউ: ২৪৯










