
তৌহিদ : বাংলাদেশ বিজয়ের ৫৪ বছর পূর্ণ হলো আজ। দিনটি বাঙালি জাতির জন্য হাজার বছরের গৌরব ও বীরত্বে অবিস্মরণীয়। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন এবং পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের অস্তিত্ব প্রতিষ্ঠার চিরস্মরণীয় দিনও বটে।
দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী লড়াইয়ের পর লাখো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর অর্জিত হয় আমাদের স্বাধীনতা। আমরা আজ গভীর শ্রদ্ধা আর ভালবাসার সঙ্গে স্মরণ করি সেইসব শহীদদের যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা আর আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ।। স্মরণ করি সেইসব বীর সেনানীদের যারা শোষণ বঞ্চনার অবসান ঘটিয়ে অনাগত ভবিষ্যত্ প্রজন্মের জন্য একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেয়ার জন্য প্রাণের মায়া ত্যাগ করে লড়াইয়ে অবতীর্ণ হয়েছিলেন। যেসব নর-নারীর সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা আজ স্বাধীন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ স্বরূপ মাগুরা জেলার বিভিন্ন সংগঠন নানা ধরনের কর্মসূচী পালন করে। এ উপলক্ষে মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে শহরের নোমানী ময়দানে জাতীয় পতাকা উত্তোলন,কুচকাওয়াজ সহ বিভিন্ন কর্মচূচীর আয়োজন করা হয়।কুচকাওয়াজে অভিবাদন গ্রহন করেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম ও জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা। মাগুরা রিপোর্টার্স ইউনিটিও দিবসটি গুরুত্ব সহকারে পালন করে। এ সময় তারা মুক্তিযুদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও তাদের দলীয় কার্যালয়ে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সমাজিক সংগঠন দিবসটি গুরুত্ব সহকারে পালন করে।










