
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ আজীবন লড়াই করে চলেছে তার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, এ লড়াই কখনো চলে বিরোধি বিপক্ষের সাথে, কখনো আবার স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য বহির শত্রুর সাথে, কখনো আবার দারিদ্রতার সাথে। সফল ভাবে এই লড়াই সম্পন্ন করলে তৈরি হয় বিজয়গাঁথা।
তাই ১৬ ডিসেম্বরে বিজয় দিবস উপলক্ষে দেশের পতাকা বিক্রি করে ভাগ্যান্বেষণে দারিদ্র্যের সাথে লড়াই করে নিজের পরিবারে বিজয়গাঁথা রচনা করতে চান কুমিল্লার মৌসুমী পতাকা ব্যবসায়ী সোলেমান।
গত কয়েকদিন ধরে আলমডাঙ্গা শহরের বিভিন্ন অলিগলিতে প্রধান প্রধান সড়কের তাকে জাতীয় পতাকা ফেরী করে বিক্রি করতে দেখা যায়।
তার সাথে কথা বললে জানা যায়, এটা শুধুমাত্র জীবিকা নয় বরং প্রতিবছর বিজয় দিবস বিজয় ও একুশে ফেব্রুয়ারিতে, ২৬ মার্চের এ পতাকা বিক্রি করার তার এক ধরনের নেশা। এ কাজে তিনি যেমন আনন্দ পান তো তেমনি মনে শান্তিও পান। লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এ স্বাধীনতায় তাদের প্রতি এভাবেই শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শন করেন বলে জানান।
সারাদিনে দেশের পতাকা বিক্রি করে যতটুকু আয় হয় তা দিয়ে অসুস্থ মা, স্ত্রী ও সন্তানদের নিয়ে কোনরকমে কেটে যাচ্ছে তার জীবন।
তবে এতো কিছুর পরে পতাকা বিক্রির অর্থ দিয়ে বিজয়ের হাসিতে বিজীয়ইর বেশে বাড়ি ফেরেন, বাকি জীবনটুকু পতাকা বিক্রি করে মানসিক শান্তি নিয়ে বাঁচতে চান।










