
ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার ৬ং এিলোচনপুর ইউনিয়নের ৩ ও৪ নংওয়ার্ডে বড় ঘিঘাটি প্রাইমারী স্কুল মাঠে তিন বারের সাবেক প্রধান মন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশ নায়ক তারেক রহমান এর সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে
এিলোচনপুর ৩ ও ৪-নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে। রবিবার বিকালে বড় ঘিঘাটি প্রাথমিক বিদ্যালয় মাঠে
কর্মীসভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিগঞ্জ উপজেলা বিএনপি (সিনিয়র)যুগ্ন আহবায়ক জনাব, মোঃ হামিদুল ইসলাম হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।৪ নম্বর নেয়ামতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব, মাহাবুবুর রহমান মিলন ৬নং
এিলোচনপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাঃ রমজান খা। আব্দুল আলীম। জাহাঙ্গীর মাষ্টার। জুম্মারত আলী,মিনা মেম্বার,লান্টু মেম্বার সহ স্থানীয় নেতা কর্মিরা উপস্থিত ছিলেন। এম এ হযরত আলীর সঞ্চালনায়,পবিত্র কোরআন তেলোওয়াত করেন, দৈনিক যশোর,
দৈনিক বিকাল বার্তা, দৈনিক খবরের কন্ঠ, দৈনিক ভোরের কন্ঠ, পএিকার প্রতিনিধি, হাফেজ
,মোঃ মাহাবুবুর রহমান(টিপু) সভাপতিত্ব করেন জনাব, মোঃ রমজান খাঁ
(সাবেক)সাংগঠনিক সম্পাদক ৬ নম্বর এিলোচনপুর ইউনিয়ন বিএনপি।
আরো উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি’র নেতৃবৃন্দ।










