মো:নুরুজ্জামান খোকন : পিরোজপুরের কাউখালীতে জেলা পুলিশ সুপারের নির্দেশনায়,সহ জেলা পুলিশ সুপারের উপস্থিতিতে, উপজেলার সকল রাজনৈতিক, সাংবাদিকবৃন্দ,গণ্যমান্য ব্যক্তিবর্গ,সুশীল সমাজ,গ্রাম পুলিশ,থানা পুলিশ কর্মকর্তা ও সদস্যদের নিয়ে ওপেন হাউজ ডে পালিত হয়।
অদ্য(রবিবার)১৫ডিসেম্বর ২০২৪ তারিখ,সকাল ১১ ঘটিকায় পিরোজপুর জেলার কাউখালী উপজেলার, কাউখালী থানায় মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস,বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে কাউখালী থানা পুলিশ প্রশাসনের আয়োজনে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মোঃসোলায়মানের সভাপতিত্বে ওপেন হাউজ-ডেঅনুষ্ঠিত হয়েছে।
উক্ত ওপেন হাউজ-ডে তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:-মোঃ মুকিত হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার, (ক্রাইম এন্ড অফস) পিরোজপুর। এছাড়াও এস এম আহসান কবির,আহবায়ক, উপজেলা বিএনপি কাউখালী।এইচ এম দ্বীন মোহাম্মদ,সদস্য সচিব, উপজেলা বিএনপি কাউখালী। মাওলানা মো: নজরুল ইসলাম, আমির,উপজেলা জামায়াতে ইসলামী কাউখালী। অধ্যাপক হুমায়ুন কবির,সাধারণ সম্পাদক,উপজেলা জামায়াতে ইসলামী কাউখালী।মো:আলী হোসেন,সভাপতি,বাংলাদেশ ইসলামী আন্দোলন কাউখালী। সাংবাদিকবৃন্দ সহ উপজেলার জনসাধারণ এবং বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ প্রমুখ।
শুরুতে কোরআন তেলাওয়াত ও অনুষ্ঠানের উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে সভাপতি শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা করেন। উপজেলা তথা সমগ্র দেশব্যাপী মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ,বাল্যবিবাহ,ইভটিজিং ও সকল অপরাধ প্রতিরোধে করনীয় বর্জনীয় আলোচনা পূর্বক উক্ত কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।
সকলের বক্তব্যে,৫ই আগস্টের পর সকল রাজনৈতিক দল নেতৃবৃন্দ এবং জনসাধারণ সতর্কতা ও ঐক্যবদ্ধ থাকায় কোন প্রকার সহিংস অপ্রতিকর ঘটনা ঘটেনি বলে ব্যক্ত করেন। এছাড়াও বর্তমানে সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজ জঙ্গিবাদ গুম খুন মাদক চোরাচালান ও বাল্যবিবাহ তুলনামূলক কম। সন্তানদের প্রতি সকল অভিভাবক সচেতন ও সতর্ক থাকলে কোন প্রকার অন্যায় অপরাধ থাকবে না বলেন।তদুপরি যারা এসকল অন্যায় অপরাধ মাদকের সাথে জড়িত, তাদেরকে আইনের হাতে তুলে দেওয়ার অনুরোধ করেন। অতিরিক্ত পুলিশ সুপার সকলের উদ্দেশ্যে বলেন-সামাজিকভাবে অপরাধীদের পরিবর্তন সংশোধন করার চেষ্টা করা সকলের দায়িত্ব,তারপরেও অপরাধী যেই হোক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে অপরাধীদের ধরে আইনের হাতে তুলে দিবেন অথবা গোপনে প্রশাসনের মুঠোফোনে যোগাযোগ অব্যাহত রাখবেন। পরিশেষে সভাপতি থানা কর্মকর্তা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।