
বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার আমির শফিউল আলম বকুলের সভাপতিত্বে এক মাসিক সভা গতকাল শুক্রবার বিকাল তিন ঘটিকার সময় আল আমীন মাদরাসায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সহকারী সেক্রেটারি এ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইন আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, যুব ও মানবাধিকার সম্পাদক শেখ নুর মোহাম্মদ হোসাইন, জেলা শ্রমিককল্যাণ সেক্রেটারি কাইয়ুম উদ্দিন হীরক। উপজেলা নায়েবে আমির ইউসুফ আলী। সভাটি উপস্থাপনা করেন সেক্রেটারি মামুন রেজা। সভায় প্রধান অতিথি গত নভেম্বর মাসের সকল ইউনিয়নের কাজের পর্যালোচনা করেন এবংডিসেম্বর মাসের জন্য বিভিন্ন পরিকল্পনা প্রদান করেন।
ভিউ: ২৬২










