পিরোজপুর পুলিশ সুপারের মসজিদ ভিত্তিক জনসচেতনমূলক আলোচনা
Spread the love

মোঃ নুরুজ্জামান খোকন : অদ্য ১৩ ডিসেম্বর-২০২৪ শুক্রবার জুমার নামাজের পূর্বে, পিরোজপুর আল্লামা সাঈদী ফাউন্ডেশন মসজিদ সহ প্রত্যেক থানা ভিত্তিক মসজিদে জেলা পুলিশ পিরোজপুরের উদ্যগে জনসচেতনমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত চলমান কার্যক্রমে পিরোজপুর আল্লামা সাঈদী ফাউন্ডেশন মসজিদে জুমার নামাজে উপস্থিত হয়ে পিরোজপুর জেলার পুলিশ সুপার জনাব খাঁন মুহাম্মদ আবু নাসের,সকল মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ।

এসময় পুলিশ সুপার বলেন, পিরোজপুর জেলায় ১২ লক্ষ নাগরিক রয়েছে, তাদের সবাই এক এক জন পুলিশ হয়ে অপরাধ নিয়ন্ত্রণে কাজ করবেন। “পুলিশই জনতা,জনতা’ই পুলিশ” এই মূল মন্ত্রকে কাজে লাগিয়ে পিরোজপুর জেলাকে একটি নিরাপদ শহর হিসেবে গড়ে তুলতে সহায়তা করবেন।
তিনি আরো বলেন,জেলার প্রতিটি গ্রামকে মাদক, জঙ্গিবাদ,সন্ত্রাসবাদ, ইভটিজিং,বাল্যবিবাহ, টেন্ডারবাজি,কিশোরগ্যাং, অনলাইন জুয়া, সংখ্যালঘু নির্যাতন এবং নারী ও শিশুর প্রতি সহিংসতাসহ যে কোনো ধরনের অপরাধ প্রতিরোধে এলাকাবাসীর সহায়তা কমনা করে জেলার ৪১১টি মসজিদে একটি লিখিত বার্তা পুলিশ সদস্যদের মাধ্যমে পাঠান হয়েছে। তিনি জেলাবাসীর ঐকান্তিক সাহায্য কামনা করেন এবং পুলিশকে অপরাধ সংক্রান্ত তথ্য ও অপরাধীদের আইনের হাতে তুলে দেওয়ার অনুরোধ জানান। পুলিশের নম্বর সম্বলিত লিফলেটও বিতরণ করা হয় প্রতিটি মসজিদে। সদরে ৫৭টি, ইন্দুরকানী ৫৫টি,নাজিরপুর ২৭টি,কাউখালী ৪৮টি, নেছারাবাদ ৭১টি, ভান্ডারিয়া ৫৩ টি এবং মঠবাড়িয়ায় ১০০টি মসজিদে আজ অপরাধ প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও গত শুক্রবারে পিরোজপুরের ৫০৩টি, পর্যায়ক্রমে ২২৪১টি মসজিদে জুম্মার সময় অপরাধ প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত হবে বলে জানান।
যেকোনো ধরনের তথ্য আপনারা নির্ভয়ে ও নির্দ্বিধায় পুলিশ সুপার তার সরকারী মোবাইল নাম্বার (০১৩২০-১৫৩১০০)সবাইকে অবহিত করেন এবং মেসেজ, whatsapp, এমনকি ফোন করেও যেকোনো সময় তথ্য প্রদান করতে পারবেন। এছাড়াও পুলিশ সুপার বলেন, আমার দরজা সকল নাগরিকের জন্য উন্মুক্ত। যে কোনো প্রয়োজনে আপনারা পুলিশ সুপারের কার্যালয় দেখা করতে পারবেন বলে সবাইকে জানান। সর্বশেষ তিনি একটি সুন্দর,নিরাপদ ও বাসযোগ্য জনপ্রত্যাশার পিরোজপুর গড়ে তোলার ক্ষেত্রে সবার সাহায্য কামনা করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31