পাইকগাছার অধিক দ্বীপ বেষ্টিত দেলুটি ইউনিয়নে ঘূর্ণিঝড় রিমেলে অতিবৃষ্টির কারণে প্লাবিত ও ক্ষতিগ্রস্থ সাধারণ জনসাধারণের সার্বিক খোঁজ খবর নেওয়া সহ দেলুটি ইউনিয়ন পরিদর্শন এবং বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ এবং সার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।
বুধবার দিনব্যাপী বিভিন্ন স্থান পরিদর্শনের পাশাপাশি উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ৪ নং দেলুটি ইউনিয়ন বারবার নির্বাচিত চেয়ারম্যান বাবু রিপন কুমার মন্ডল।
এসময়ে অত্র ইউনিয়নের প্রায় ১৬০ জনকে বিনামূল্যে ২৫০ গ্রাম সরিষা, ৫০ গ্রাম সুইট কর্ণ জাতের ভুট্টা, সূর্যমূখি বীজ, শীতকালীন সবজির বীজ বিতরণ করা হয়।