পাইকগাছা থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। এবিষয়ে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে, মামলা নং-১১। এছাড়াও আটককৃতদের বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। থানা থেকে প্রাপ্ত তথ্য সূত্রে জানা গেছে, বুধবার রাত এগারটা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেনের সার্বিক দিকনির্দেশনা মোতাবেক এসআই সবুজ গাজী সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কপিলমুনি বাজার এলাকা থেকে হাউলি প্রতাপকাটি গ্রামের বিকাশ সরদারের ছেলে সেতু সরদার(২৫) ও পার্শ্ববর্তী ডুমুরিয়া উপজেলার মাগুরখালী গ্রামের স্বপন মন্ডলের ছেলে আকাশ মন্ডল (২৬) কে আট পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ হাতেনাতে আটক করা হয়। এবিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেনের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আট পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক কারবারিকে আটক পূর্বক থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। এবং আটককৃতদের বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।