
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের চুয়াডাঙ্গা জেলা শাখার আইন ও আদালত বিষয়ক সম্পাদক জনাব মোঃদারুস সালাম।
উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলার আমির সাবেক ছাত্র শিবিরের জেলা সভাপতি প্রভাষক জনাব মোঃশফিউল আলম বকুল। এছাড়া নাগদাহ ইউনিয়ন জামাতের আমির মোঃরিপন বিশ্বাস ইউনিয়ন সেক্রেটারিমোঃ তুহিন হোসাইন সহ ইউনিয়ন টিমের সদস্যবৃন্দ, এছাড়া ৬ নম্বর ওয়ার্ড জাহাপুর চিলা ভালকি গ্রামের কর্মী ওসহযোগীবৃন্দ।
ভিউ: ২৩৯










