রুহুল আমিন রুকু : কুড়িগ্রাম জেলায় সহায়ক উপকরণের অভাবে তৈরি হচ্ছে না দক্ষ ফুটবলার। অর্থনৈতিক সংকটের কারণে বুট জুতা কিনতে না পারায় ফুটবলাররা খালি পায়ে খেলাধুলা করছে। কুড়িগ্রাম জেলা শহরে মিনি স্টেডিয়াম মাঠ না থাকার কারণে মাঠ সংকটে খেলাধুলার চর্চা হচ্ছে না। সরকারিভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে খেলাধুলার জন্য পর্যাপ্ত পরিমাণের বরাদ্দ থাকলেও তা কার্যত চোখে পড়ে না। একটি বল একটি গ্রাম ফুটবল নগরী কুড়িগ্রাম। এই প্রতিপাদ্য কে নিয়ে কুড়িগ্রামকে ফুটবল নগরী হিসেবে গড়ে তুলতে আমরা কাজ শুরু করেছিলাম। কিন্তু কিছু প্রাক্তন ফুটবলারদের সহযোগিতা থাকলেও বাস্তবে সমাজের বিভিন্ন স্তরের বিত্তবানরা এগিয়ে আসছে না। উপরোক্ত কথাগুলি ১১ ডিসেম্বর বুধবার দুপুরে কুড়িগ্রাম শহরের রেনু মনি বিজনেস পয়েন্টে সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে বলেছেন গ্রামীন ফুটবল বিপ্লবী জালাল হোসেন লাইজু । তিনি আরো বলেন, কুড়িগ্রামের ধরলা নদীর পূর্ব প্রান্তে পর্যাপ্ত পরিমাণে খাস জমি রয়েছে। ওই খাস জমি ব্যবহার করে মিনিষ্টেডিয়াম করলে কুড়িগ্রাম অঞ্চলের ফুটবলাররা উপকৃত হবে। সরকারিভাবে বিভিন্ন প্রতিষ্ঠান থাকলেও খেলাধুলার ইভেন্ট না থাকার কারণে সাধারণ ফুটবলাররা ক্ষতিগ্রস্ত হচ্ছে। খেলোয়াররা খেলাধুলার মাধ্যমে সীমিত আয় তাদের সংসার চালায়। সেখানে খেলাধুলার ইভেন্ট না থাকার কারণে খেলোয়াড়রা অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। সকলের সম্মিলিত প্রচেষ্টা থাকলে অবশ্যই কুড়িগ্রাম ফুটবল এর নগরী হিসেবে গড়ে উঠবে।