
৯ই আগষ্ট সোমবার রাতে আলমডাঙ্গা র ছিন্নমূল মানুষের মাঝে শীতের কোম্বল বিতরণ এর মাধ্যমে কার্যক্রম উদ্ভোধন করেন উই ফর অল এর চেয়ারম্যান ডা আব্দুল্লাহ আল মামুন। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গার বিশিষ্ট সাংবাদিক ও আলমডাঙ্গা ডায়াবেটিস সমিতি সভাপতি রহমান মুকুল।এ সময় উপস্থিত ছিলেন উই ফর অল আলমডাঙ্গা র সভাপতি খ রকিবুল ইসলাম রিয়েল। সাধারণত সম্পাদক সাজ্জাদ হোসেন। আলমডাঙ্গা নগর উন্নয়ন কমিটি যুব সম্পাদক সুলতান আরেফিন তাইফু।যুব সংগঠক আলী আব্বাস ডন প্রমুখ।
আগামী সপ্তাহ ব্যাপী এ কার্যক্রম চলমান থাকবে…
ভিউ: ২৫৫










