
মোঃ মুনাইম হোসেন : জীবননগরে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে জীবননগর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জীবননগর বাসস্ট্যান্ডে মানববন্ধন করেন, মানববন্ধন শেষে উপজেলা পরিষদের এসে পতাকা উত্তলন ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে।পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। জীবননগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. শাহিনুর হায়দারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মো. আল আমিন। বিশেষ অতিথি ছিলেন, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস, উপজেলা সমাজসেবা অফিসার জাকির উদ্দিন মোড়ল, ডা. হেলেনা আক্তার নিপা, উপজেলা কৃষি অফিসার মো. আলমগীর হোসেন, উপজেলা প্রকৌশলী মাহবুবু হোসেন, জীবননগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এম আর বাবু প্রমুখ। পরে দুপুর ১২টার দিকে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিনের সভাপতিত্বে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে জয়িত সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।










