
শাকিল হোসেন প্রতিনিধি :
গাজীপুর কালিয়াকৈর উপজেলা পুর্ব বড়ুইছুটি গ্রামে আনোয়ার স্টোর বিকাশ এজেন্ট দোকানে চুরির ঘটনা ঘটে।
আজ মঙ্গলবার ৯ ডিসেম্বর সন্ধা ৬ টায় কালিয়াকৈর উপজেলায় পুর্ব বড়ুইছুটি এলাকায় আনোয়ার স্টোর বিকাশ এজেন্ট দোকানে চুরির ঘটনা ঘটেছে।
এজেন্টের নাম মোঃ আনোয়ার হোসেন, (৩৭) পিতাঃ জয়নুল আবেদীন(৫৮)গ্রামঃপূর্ব বড়ুইছুটি, পোষ্টঃবাড়ইপাড়া, থানাঃকালিয়াকৈর, জেলাঃগাজীপুর।
প্রতিদিনের মত আজও আনোয়ার হোসেন দুপুরে খাবার খাওয়া জন্য বাড়িতে যায় তার পর আবার দোকানের উদ্দেশ্যে রওনা হন বিকাল ৫টায় দোকানে এসে দেখেন দোকানের তালা ভাংগা দোকানে নগত ৩ লক্ষ ৭৫ হাজার টাকা ছিলো, ২টা এনড্রোয়েট মোবাইল সেট, আরো বাটন মোবাইল নিয়ে যায় চুর চক্র। ঘটনাকে কেন্দ্র করে আনোয়ার হোসেন কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
ভিউ: ২৩১










