আব্দুল্লাহ আল মামুন :
যশোরের মণিরামপুর উপজেলার দূর্বাডাংগা ইউনিয়নের কোনাকোলায় দীর্ঘদিন যাবত স্থাপনরত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে স্বশরীরে উপস্থিত থেকে পরিচালনা করেন মনিরামপুর উপজেলা সহকারি কমিশনার ভূমি নিয়াজ মাখদুম।
উদ্ধারকাজে স্থানীয়রাসহ পিডিবি, ফায়ার সার্ভিস, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ সহযোগিতা করেন।
উচ্ছেদ অভিযান সম্পর্কে জানতে চাইলে সহকারী কমিশনার ভূমি নিয়াজ মাখদুম জানান,মণিরামপুর উপজেলাধীন ২৩২ নং কোনাকোলা মৌজার ০১ নং খতিয়ানের ২৫৩ নং দাগে কাঁচা রাস্তা শ্রেণীর প্রায় ০২ শতাংশ জমি দীর্ঘদিনের অবৈধ দখল (দোকান) থেকে আজ ০৯/১২/২০২৪ তারিখ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জায়গায় লাল পতাকা ও সাইনবোর্ড দিয়ে সীমানা চিহ্নিত করে দেয়া হয়েছে।এবং এ সমস্থ অবৈদ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।