তৌহিদ :মাগুরার একাডেমি স্কুল সংলগ্ন দারুল উলূম হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের ক্লাসের উদ্বোধন করলেন বিশ্ব জয়ী হাফেজ নাজমুস সাকিব। শনিবার ৭ ডিসেম্বর বাদ মাগরিব মাগুরা শহরস্থ একাডেমি স্কুল ও সোনালী ব্যাংক সংলগ্ন অস্থায়ী অফিসে মাওলানা আবু হানিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব বরেণ্য ও বিশ্ব জয়ী হাফেজ নাজমুস সাকিব। অনুষ্ঠানে এসে প্রধান অতিথি বলেন,"মাগুরার মানুষ সব সময়ই কোরআান প্রিয়,আমি মাঝে মাঝে মাগুরায় আসবো আমি আশা করছি মাগুরা থেকে আগামীতে বিশ্বজয়ী হাফেজ বের হবে।আপনারা আপনাদের সন্তানদের দারুল উলূম মাদ্রাসায় ভর্তি করবেন।