
শাহ আলম খান প্রতিনিধি :
বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এর প্রধান গেট এবং সামনের রাস্তা সাধারণ রোগীদের জন্য কোটি টাকা ব্যয় কিছুদিন পূর্বে নির্মাণ করা হয়,মূলত সাধারণ রোগী এবং জনসাধারণের চলাচলের সুবিধার্থে রাস্তা প্রসস্ত করা হয় ও হাসপাতালে সৌন্দর্য বর্ধনের জন্য গেটটা৷ তৈরী করা হয়, কিন্তু কাজ শেষ হওয়ার সাথে সাথে গেটটি সম্পূর্ণ হকারদের দখলে চলে যায়,
দূর থেকে বা বাহির থেকে দেখলে মনে হবে না যে এখানে এত সুন্দর একটা গেট বা রাস্তা আছে। জনসাধারন ও রোগী চলাচলের সুবিধার্থে গেটটা হকারমুক্ত করা খুবই জরুরী বলে মনে করেন স্থানীয় ব্যবসায়ী, জনসাধারন ও রোগীর স্বজনরা।
ভিউ: ৪৯৬










